শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাসরুম : শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি ক্লাসরুমে আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ইন্টার-অ্যাকটিভ ফ্লাট প্যানেল, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট, কম্পিউটার, সাউন্ড সিস্টেম ও হোয়াইট বোর্ড যুক্ত রয়েছে।
কম্পিউটার ল্যাব : ডিজিটাল যুগে একজন শিক্ষার্থীর চিন্তা-চেতনাও হবে সর্বশেষ প্রযুক্তি নির্ভর। যে জন্যে প্রাথমিক পর্যায় থেকে কম্পিউটার প্রশিক্ষণ অতীব জরুরী। সে কথা বিবেচনায় রেখে প্রতিষ্ঠান ১ম শ্রেণি থেকে সকল শ্রেণির শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ ক্লাশের ব্যবস্থা করেছে।
ডিজিটাল ল্যাংগুয়েজ ল্যাব : শুধুমাত্র মাতৃভাষা নয়, দ্বিতীয় আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিকে অধিকতর গুরুত্ব প্রদান করা হয়। বাংলা ও ইংরেজি ভাষার সঠিক, শুদ্ধ উচ্চারণ ও তার যথাযথ প্রয়োগ, ইংলিশ স্পোকেনে স্বতঃস্ফূর্ততা ও দক্ষতা অর্জন, উপস্থাপন যোগ্যতা তৈরি এবং লিখন দক্ষতা সৃষ্টির সর্বাধুনিক ডিজিটাল ল্যাংগুয়েজ ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে শিক্ষার্থীদের আরবি, ফ্রেঞ্চ ও জাপানিজ ভাষা শিক্ষা প্রদানের পরিকল্পনা আমাদের রয়েছে।
লাইব্রেরি : শিক্ষার্থীর অনিঃশেষ জ্ঞানতৃষ্ণা ও অপরিমেয় আগ্রহ জাগ্রত করার পরিশুদ্ধ অভিলাষে একটি পূর্ণাঙ্গ, বৈচিত্রপূর্ণ চিত্তাকর্ষক, ও গ্রন্থসমৃদ্ধ লাইব্রেরি স্থাপন করা হয়েছে।
সুইমিংপুল : শিশু-কিশোরদের জন্য আর একটি অপ্রত্যাশিত অকল্পনীয় উচ্ছ্বাসময় স্থান, নক্ষত্র-জগত পরিভ্রমণের মত, মেঘের শুভ্র মোম-শরীর স্পর্শের মত, বন্ধনহীন পাখির নীলাকাশে উন্মুক্ত উড়ালের মত। কোমলমতি শিক্ষার্থীরা জলের সান্নিধ্যে সাঁতার শিখবে, সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুশীলন করবে, শরীরের ব্যায়াম হবে অকৃত্রিম এবং জলশাসিত এই দেশে বন্যায়, ¯্রােতের তোড়ের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে শিখবে, কারণ দেশের আশি ভাগ শহুরে শিশু-সন্তানেরা সাঁতার জানে না।
নিরাপত্তা ব্যবস্থা : শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি শ্রেণিকক্ষে, অফিস কক্ষে, বারান্দায়, গেটে, মাঠে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ১০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক জেনারেটর স্থাপন করা হয়েছে।
স্বাস্থ্যসেবা : ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’- এই শ্লোগানকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ফিজিক্যাল চেকআপ-এর ব্যবস্থা রয়েছে।
মনস্তাত্তিক কাউন্সেলিং : মনোচিকিৎসকের পর্যবেক্ষণে শিক্ষার্থীদের বয়সজনিত উৎকণ্ঠা, আতঙ্ক, আবেগের বিকাশ, মানসিক ব্যাধি, জড়বুদ্ধি, পড়াশুনায় অমনোযোগ, ব্যক্তিত্ব গঠনে ত্রুটি ইত্যাকার বহু মানসিক জটিল রোগ ও রোগপ্রবণ জটিলতার বিজ্ঞানভিত্তিক কাউন্সেলিং এর ব্যবস্থা রয়েছে।